Thursday, 14 May 2015

নতুন করে আর তোমার সাথে পথ চলতে চাই না

তুমি এখন আমার জীবনে ফিরে আসতে চাইলে ও
তোমাকে আমি আর গ্রহণ করতে পারবো না...!!
কেন জানো.....??
কারন আমার ভয় হয়...!!
যদি তুমি আবার আমাকে কাদিয়ে চলে যাও...!!

তাহলে তো আমি সহ্য করতে পারবো না...!!
তোমাকে হারিয়ে আমি এত বেশি কেদেছি...!!
আর কাদার মত পানি বা শক্তি কোনটাই
নেই...!!
তা ছাড়া একন তো তুমি ছাড়া একা একা পথ
চলতে শিখে গেছি...!!
তাই নতুন করে আর তোমার সাথে পথ
চলতে চাই না...!!

No comments: