আজ তুমি পাশে নেই তাই বলে ......
আমি কিন্তু থেমে যাইনি এখনও, থেমে গেছো তুমি ।
ভালবাসি বলে কারনে অকারণে শতবার কষ্ট দিয়েছ।
আমার শত কষ্টের মাঝেও পাশে থাকবে বলে কথা দিয়েছিলে তুমি ,
আজ আমার কষ্টের মাঝে তুমি পাশে নেই ,
তুমি ছিলে সুখের মাঝে ।
তুমি হয়ত ভুলে গেছো আমার সেই কষ্ট গুলি তোমার দেওয়া ছিল ।
তোমার দেওয়া কষ্ট আমি আপন করে নিয়েছি ,
সত্যি তোমাকে ভালোবাসি বলে ।
আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল ,
তোমাকে হারানোর কারন আমি আজ খুঁজে পেয়েছি ।
তোমার অবহেলিত ভালোবাসা পেয়েও তোমাকে অনেক বেশী ভালবাসতাম ,
সেটা ছিল আমার ভুল ।
হয়ত আমার এত বেশী ভালোবাসা তুমি পাবার যোগ্য না ,
১দিন তুমি ও বুঝবে , আমাকে যেমন করে দিয়েছ তোমার অবহেলিত ভালোবাসা , ঠিক তুমিও কারো কাছ থেকে পাবে সেই দিন বুঝবে
আমি তোমাকে কতটা ভালবাসতাম ।
ভালো থেকো ..
আমি কিন্তু থেমে যাইনি এখনও, থেমে গেছো তুমি ।
ভালবাসি বলে কারনে অকারণে শতবার কষ্ট দিয়েছ।
আমার শত কষ্টের মাঝেও পাশে থাকবে বলে কথা দিয়েছিলে তুমি ,
আজ আমার কষ্টের মাঝে তুমি পাশে নেই ,
তুমি ছিলে সুখের মাঝে ।
তুমি হয়ত ভুলে গেছো আমার সেই কষ্ট গুলি তোমার দেওয়া ছিল ।
তোমার দেওয়া কষ্ট আমি আপন করে নিয়েছি ,
সত্যি তোমাকে ভালোবাসি বলে ।
আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল ,
তোমাকে হারানোর কারন আমি আজ খুঁজে পেয়েছি ।
তোমার অবহেলিত ভালোবাসা পেয়েও তোমাকে অনেক বেশী ভালবাসতাম ,
সেটা ছিল আমার ভুল ।
হয়ত আমার এত বেশী ভালোবাসা তুমি পাবার যোগ্য না ,
১দিন তুমি ও বুঝবে , আমাকে যেমন করে দিয়েছ তোমার অবহেলিত ভালোবাসা , ঠিক তুমিও কারো কাছ থেকে পাবে সেই দিন বুঝবে
আমি তোমাকে কতটা ভালবাসতাম ।
ভালো থেকো ..
No comments:
Post a Comment