Monday, 25 May 2015

love

ভালবাসি বলতে হবে না
আমায় ভালোবাসি বলতে হবে না
শুধু তোমার ঐ শতরঞ্জিত মুখে
আমার নামটি উচ্চারন কর
আমি জ্ঞানহীন যাব।
আমায় দামী কোন উপহার দিতে হবে না
শুধু তোমার পবিত্র হাত দু'টি দিয়ে
আমায় ছুঁয়ে দিও
আমি হারিয়ে যাব।
আমাকে কখনো আর বলতে হবে না
'তোমাকে আজ খুব সুন্দর লাগছে'
শুধ আমার দিকে চোখ দুটো বাঁকিয়ে তাকাও
আমি স্বর্গ দেখে নেব তোমার চোখে।
আমার দিকে দৌড়ে আসতে হবে না তোমাকে
শুধু তোমার নগ্ন পা দু'খানি দিয়ে
আমার পানে একপা' হাটো
আমি হাইপার ডাইভ গতীতে তোমার কাছে ছুটে যাব।
আমাকে ভালোবেসে ফুল হাতে দাড়াঁতে হবে না আজ
শুধু আমি আসলে মুচকি একটু হেসে
জিঙ্গেস করবে, কেমন আছ ?
আমি ভালোবাসা খুজে নেব তোমার হাসিতে।
আমার সাথে বেরুতে হবে না কখনো
একবার ভালোবাসি বললেই হবে,
সেদিন থেকেই আমার ভ্যালেনটাইন শুরু হবে....
আজ না আমার ভ্যালেনটাইন শুরু করতে ইচ্ছে করছে
একবার বলবে 'ভালোবাসি ভালোবাসি'.




images of love
love status
love shayari
love is
skinny love
the one i love
love pics
love photos
love image
love bonito
how to love
puppy love
love poetry



No comments: