Monday, 25 May 2015

valobasa

যখন ভালোবাসা থাকে,
তখন হয়তো
যোগ্যতা থাকে না।
যোগ্যতার অভাবে অনেক
ভালোবাসা
বিলুপ্ত হয়ে যায়।
আবার যখন যোগ্যতা হয়
তখন হয়তো
ভালোবাসার মত মন থাকে না।
কারণ,
মনটা ততোদিনে কষ্ট
পেতে পেতে এক সময় নষ্ট হয়ে
যায়।
Susmita Adhikari's photo.

No comments: