Thursday, 14 May 2015

খুব মিস করছি তোমায়

খুব ভালবাসি তোমায় ,
তাই তোমার কথা
মনে পরলেই চোখ দিয়ে মনের
অজান্তেই
জল বেড়িয়ে পড়ে।
অনেক ভুলার চেষ্টা করেছি
তোমায়, কিন্তু
তোমার প্রতি আমার ভালবাসা
সমস্ত
চেষ্টা কে ব্যর্থ করে দিয়েছে।
আমি তোমাদের মতও ধণি না,
আমার এই
ছোট্ট ঘরে আসলে তোমার শুধু
কষ্টই হবে,
আর আমি তোমার কষ্ট কখনো
সয্য
করতে পারব না। তাই তোমার
চোখে
আমাকে খারাপ বানিয়ে তোমার
জীবন থেকে
আমি দূরে সরে গেলাম।
দূর থেকেই না হয়
সারাজীবন তোমায় ভালবেসে গেলাম।
আমি চাই তুমি সুখে থাকো ,ভালো থাকো।
তোমার সুখ ই তো আমার সুখ।
"খুব মিস করছি তোমায় ময়না পাখি"

No comments: