Thursday, 21 May 2015

joke valobasa

প্রেম
প্রেম করা যদি পড়ালেখা করার মত বাধ্যতামূলক হতো, তাহলে কি হতো..?
১) মায়ের ডায়লগঃ আজকে সারাদিন একটা মেয়েও পটাস নাই, আজ আসুক তোর বাবা।
২) বাবার ডায়লগঃ হারামজাদা, তোকে খাইয়ে পরিয়ে কি লাভ..? দশটা মেয়ের মধ্যে সাতটার কাছ থেকে ছেঁকা খেয়ে বাড়ি ফিরেছো।

৩) স্কুলের টিচারের ডায়লগঃ কাল সবাই ৩টা নতুন মেয়ে ফিটিং করে নিয়ে আসবে।
৪) প্রাইভেট টিচারের ডায়লগঃ কাল সারারাত চুমকির সাথে ফোনে গেঁজাতে বলেছিলাম গেঁজিয়েছো..?
— হ্যাঁ স্যার।
— দেখি, কল- ডিউরেশন বের করো।
— ইয়ে মানে…
— বুঝছি, গ্যাজাও নাই।
একটা দিনও বাড়ির কাজ করোনা। ডাকো তোমার মাকে।
৫) হেডমাস্টার- তোমরা সবাই মন দিয়ে লাইন মারবে, কোন অসুবিধা হলে আমায় জানাবে।
৬) সবশেষে ছোটো বাচ্চরা : মা আজ প্রেম করতে যাব না।
মা : হারামজাদা আজকে তোর একদিন কি আমার একদিন, প্রত্যেক দিন বলবে প্রেম করতে যাব না, প্রেম না করলে খাবি কী…


link more at 

No comments: