কোনোরকম মানোসিক প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে তুমি আমাকে ছেড়ে চলে গেলে।আজ
হয়ত আমি মনকে এই বলে বোঝাতে পারতাম যে আমার অপরাধ ছিলো,আমি তোমার মনের মতো
হতে পারিনি,কিংবা হয়ত আমার কোনো যোগ্যতা ছিলনা তোমাকে ধরে রাখার।কিন্তু
আমিতো তোমাকে ভালোবেসেছিলাম,উন্মাদের মতো তোমার প্রেমে নিজেকে ভাসিয়ে
দিয়েছিলাম,একটি বারের জন্য ভাবিনি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে কী
হবে আমার?তাইতো আজ আমি দিশেহারা,গন্তব্যহীন নৌকার মতো ভেসে চলেছি এপার থেকে
ওপার।কেনো জানিনা তোমার প্রতিটি স্মৃতি আজো আমাকে এলোমেলো করে দেয়,ভাবতে
পারো হয়তো আমি কারোর কাছে আশ্রয় খুঁজবো,কিন্তু যাকে মন দিয়ে
ভালোবেসেছিলাম,যার কাছে আশ্রয় চেয়েছিলাম সেই যখন থাকলোনা তখন আর ভালোবেসে
কী হবে?তাইতো সকলের জন্য আমার মনের দুয়ার রুদ্ধ করে দিলাম,চিরদিনের জন্য
আমি জীবন থেকে ভালোবাসার সম্পাতি ঘোষনা করলাম.......।।।।
No comments:
Post a Comment