Thursday, 21 May 2015

জীবনের সেরা সময় কাটেনি স্ত্রীর সাথে

জীবনের সেরা সময় কাটেনি স্ত্রীর সাথে, তাহলে কেটেছে কার সাথে?

 সময়

একবার এক বিখ্যাত বক্তা তার ভাষণে বললেন,

“আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে, কিন্তু সে আমার স্ত্রী নয়” সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো।

এরপর বক্তা যোগ করলেন,

“তিনি আমার মা”

সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো।
হাবলুও সেখানে ছিল,এবং সে খুবই অভিভূত হল। ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল,

“আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে, কিন্তু সে আমার স্ত্রী নয়” এরপরে সে একটু চুপ থাকলো আর বাকি অংশ মনে করার চেষ্টা করলো। কিন্তু সে পারলো না মনে করতে।
যখন তার জ্ঞান ফিরল, দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।

thanks to  & big B

No comments: