সরি জান, জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেল। চলো ভেতরে গিয়ে বসি।
হেনার
হাসিতে অপেক্ষা করার কষ্ট ভুলে গেল মিথুন। চাইনিজে আগেই টেবিল বুক করে
রাখা আছে। দেরি না করে সেখানে গিয়ে বসল তারা। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে
অর্ডার নিয়ে গেল। খাবার আসতে আরো মিনিট বিশেক সময় লাগবে।মিথুন এই সুযোগে হেনার হাতে এক তোড়া লালগোলাপ তুলে দিয়ে বলল, 'তুমি আমার জীবনে বাঁচার রসদ, আমার প্রেরণা, আমার সব কিছু।' মিথুনের কথায় আবেগাপ্লুত হয়ে পড়ল হেনা। জবাবে সে বলল, 'তুমিও আমার প্রাণ গো সখা।' মিথুন বলল, 'তুমি না বললেও তোমার মনের সব কথা, সব ব্যথা আমি অনুধাবন করতে পারি। এটা সম্ভব হয়েছে শুধু তোমার প্রতি আমার বাঁধভাঙা ভালোবাসার কারণে।' হেনা বলল, 'তা আর বলতে! তোমার-আমার প্রেম মানব ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। সবাই একদিন লাইলি-মজনুর মতো আমাদের স্মরণ করবে।'
মিথুন বলল, 'আমি সেটা জানি জান। তবে তুমি জেনে রেখো, আমি খুব একটা বড়লোক নই। রোহিতের মতো আমার বড় বাড়ি, বড় গাড়ি- কিছুই নেই। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মতো তোমায় কেউ ভালোবাসবে না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি।'
'সে তো আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু রোহিত সম্পর্কে আরো কিছু কথা বলো তো শুনি।
No comments:
Post a Comment