Saturday, 21 March 2015

স্মৃতি আজ স্মৃতি !


আমাকে ক্ষমা করে দিও তুমি, আমি তোমাকে মনে রাখতে পারিনি। আমার স্মৃতির উপর জমেছে সময়ের পলি। স্মৃতির নদীতে আজ পানি নেই, শুষ্ক চর জেগেছে তার বুকে। আমার পথ ছিল ভিন্ন, তাই তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি যখন আমাকে বলেছিলে, “আমাদের ভুলে যাবে না তো।’ আমি তখন বিস্ময়ের সাথে বলেছিলাম, “তোমাকে কি আমি ভুলে যেতে পারি।” আমার দেয়া কথা আমি রাখতে পারিনি, ক্ষমা করে দিও তুমি আমাকে। কখনো স্মৃতির নদীতে কিছু বুদবুদ উঠে , মিলিয়ে যায় পরক্ষনেই। একসময়ের স্রোতস্বিনী নদী, আজ হয়ে উঠেছে স্থির এক চর। সময় হয়তো একদিন নদীর চিহ্নটুকু মুছে দিবে। আমার হয়তো মনে থাকবেনা, নদীতে ঢেউ ছিল, স্রোত ছিল, রূপালী মাছ ছিল। সময়ের বিবর্তনে আমি হারিয়ে ফেলেছি তোমাকে, ক্ষমা করে দিও তুমি আমাকে।
valo lagle ami add koro photo by

No comments: