Saturday, 7 March 2015

ভালবাসার অস্র। তোমর তীব্র আলিংগনে ছিল ভালবাসার পরের ধাপের আহবান

তোমর তীব্র আলিংগনে ছিল ভালবাসার পরের ধাপের আহবান 
আমি মাথা পেতে নেই, তোমার কামনার জলে অবগাহিত আমার তনু..
ভালবাসার জঠর থেকে বেরিয়ে আসা শিকর
ক্রমে দেখাদেয় মেরুদন্ড, মাংসল পেশি,হাড় তারও উপরে চামরার ঝিলিক..
আমাদের ভালবাসার সব`জন স্বকৃত রুপ…
আমাদের ঘর,আমাদের উঠান,আমাদের বিছানা আমরা ভালবাসি..
কে ডাকে তোমায়? কেন আবার হাতছানি ঘরে ফেরার..
কালবৈশাখির মেঘের ভাজে হায়নার ধুসর দাতাল হাসি..
লোমস থাবায় দন্ডায়মা

collected 

No comments: