Tuesday, 31 March 2015

গভীর অন্ধকার রাতে বিষন্ন যন্ত্রনাগুলো

গভীর অন্ধকার রাতে বিষন্ন যন্ত্রনাগুলো যদি সাজে
তবে সাজুক কালো রঙে ,
বেদনাগুলো ভাসুক চোখের জলে ।
আহ্বান করি না আলোর ধারা
হৃদয়ে আছে সুরের ধারা ,
সেই সুরে যায় জীবন বাঁচা ।
কি পাওয়া -- কি চাওয়া ,
পেয়েছি যে জীবন সে জীবনই মূল্যবান পাওয়া ,
আর না পাওয়ার বেদনাটুকু থাক মনের গোপনে
অন্ধকার রাতের যন্ত্রনাগুলোর সাথী হয়ে ।
মনের ভুলে যদি কখনো ঝরে পড়ে চোখ হতে
দেখবে না কেউ , জানবে না কেউ
কারন সে যে আছে কালো রঙে নিজেকে রাঙিয়ে ।

No comments: