Tuesday, 31 March 2015

তোমাকে ছাড়া বাঁচবোনা এ কথা আমি বলবনা,
আমি শুধু বলবো, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাইনা।
তোমাকে ছাড়া আমার জীবন অচল
একথা আমি বলবনা...
আমি শুধু বলবো, তুমিহীনা আমারসময় যেন
থমকে যায়।
তোমার জন্য চাঁদ-তারা এনে দেবো এ অবাস্তব স্বপ্ন
আমি দেখাবনা,
আমি শুধু বলবো, আমার সবচেয়ে মূল্যবান সময়টুকু
আমি তোমাকে দিয়ে দিবো।
তোমার সব দুঃখ- কষ্ট আমি দূর করে দেবো এ
কথা আমি বলবোনা,
আমি শুধু বলবো, আমার সব সুখ উজাড় করে হলেও
তোমার মুখে হাসি ফোটাবো...।।

No comments: