তোমাকে ছাড়া বাঁচবোনা এ কথা আমি বলবনা,
আমি শুধু বলবো, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাইনা।
তোমাকে ছাড়া আমার জীবন অচল
একথা আমি বলবনা...
আমি শুধু বলবো, তুমিহীনা আমারসময় যেন
থমকে যায়।
তোমার জন্য চাঁদ-তারা এনে দেবো এ অবাস্তব স্বপ্ন
আমি দেখাবনা,
আমি শুধু বলবো, আমার সবচেয়ে মূল্যবান সময়টুকু
আমি তোমাকে দিয়ে দিবো।
তোমার সব দুঃখ- কষ্ট আমি দূর করে দেবো এ
কথা আমি বলবোনা,
আমি শুধু বলবো, আমার সব সুখ উজাড় করে হলেও
তোমার মুখে হাসি ফোটাবো...।।
আমি শুধু বলবো, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাইনা।
তোমাকে ছাড়া আমার জীবন অচল
একথা আমি বলবনা...
আমি শুধু বলবো, তুমিহীনা আমারসময় যেন
থমকে যায়।
তোমার জন্য চাঁদ-তারা এনে দেবো এ অবাস্তব স্বপ্ন
আমি দেখাবনা,
আমি শুধু বলবো, আমার সবচেয়ে মূল্যবান সময়টুকু
আমি তোমাকে দিয়ে দিবো।
তোমার সব দুঃখ- কষ্ট আমি দূর করে দেবো এ
কথা আমি বলবোনা,
আমি শুধু বলবো, আমার সব সুখ উজাড় করে হলেও
তোমার মুখে হাসি ফোটাবো...।।
No comments:
Post a Comment