Tuesday, 31 March 2015

তোমাকে সারাটা দিন একবার
দেখার জন্য
কতোটা যে অসহায় নিজেকে লাগে
তুমি তা জানো না,
তুমি শুধু তোমার অভিমানটুকুই দেখো...
তোমাকে সারাটা সময় একটু ছুঁয়ে
দেখার
জন্য
কতোটা যে হাহাকার ভেতরে লাগে
তুমি তা জানো না,
তুমি শুধু তোমার জিদ টাই দেখো...
তোমাকে সারাটা সন্ধ্যা কাছে
পাবার জন্য
কতোটা যে এলোমেলো নিজেকে
লাগে
তুমি তা জানো না,
তুমি শুধু তোমার অভিযোগ গুলোই
দেখো...
তোমাকে সারাটা রাত আমার সাথে
জাগিয়ে রাখার জন্য
কতোটা যে অস্থির নিজেকে লাগে
তুমি তা জানো না,
তুমি শুধু তোমার রাগগুলো কেই বড় করে
দেখো
'তোমাকে সারাটা দিন একবারদেখার জন্যকতোটা যে অসহায় নিজেকে লাগেতুমি তা জানো না,তুমি শুধু তোমার অভিমানটুকুই দেখো...তোমাকে সারাটা সময় একটু ছুঁয়েদেখারজন্যকতোটা যে হাহাকার ভেতরে লাগেতুমি তা জানো না,তুমি শুধু তোমার জিদ টাই দেখো...তোমাকে সারাটা সন্ধ্যা কাছেপাবার জন্যকতোটা যে এলোমেলো নিজেকেলাগেতুমি তা জানো না,তুমি শুধু তোমার অভিযোগ গুলোইদেখো...তোমাকে সারাটা রাত আমার সাথেজাগিয়ে রাখার জন্যকতোটা যে অস্থির নিজেকে লাগেতুমি তা জানো না,তুমি শুধু তোমার রাগগুলো কেই বড় করেদেখো'

No comments: