Saturday, 7 March 2015

অাবেগপ্রবণ ব্যাক্তি সঙ্গী হিসেবে কেমন?

অনেকে মনে করেন
ইমোশনাল মানুষজন অর্থাৎ যাদের
আবেগ একটু বেশি তাদের সাথে জীবন
কাটানো অনেক বেশি যন্ত্রণার
হয়তো কথায় কথায় তারা অতিরিক্ত
আবেগী হয়ে যাবেন এবং বিব্রতকর
অবস্থার সম্মুখীন হতে হবে।
তাহলে জেনে রাখুন একজন
আবেগী মানুষ জীবনসঙ্গী হিসেবে সবচাইতে পারফেক্ট মানুষ। কারণ আবেগী মানুষজনের
বৈশিষ্ট্যই এমন থাকে যে তারা কখনো কাউকে দুঃখ দিতে পারেন না, নিজের
প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন
না এবং মিথ্যে করে ভালোবাসতে পারেন
না। অর্থাৎ একজন পারফেক্ট
জীবনসঙ্গীর মধ্যে যেসকল গুনাবলীর
প্রয়োজন রয়েছে সবই রয়েছে একজন
ইমোশনাল মানুষের মধ্যে।
। কারণ
১) আবেগী মানুষের
ভালোবাসা হয় সত্য♣
আবেগী মানুষ কখনোই
কাউকে নিয়ে খেলতে পারেন না।
যারা অনেক বেশি ইমোশনাল
তারা হয়তো সবসময় নিজের আবেগ
প্রকাশ করে সঙ্গীকে একটু বিব্রত
করে ফেলেন কিন্তু এই
আবেগে ছলনা বা মিথ্যা থাকে না।
পুরোপুরি সত্য এবং মনের ব্যাপারগুলোই
তারা প্রকাশ করে ফেলেন।
এবং তাদের ভালোবাসায়
কোনো ধরণের খাঁদ থাকে না।
২) আবেগী মানুষের ভেতরে যেমন
বাইরেও ঠিক তেমনই প্রকাশ করেন!♣
সাইকোলজিস্টদের
মতে আবেগী মানুষজন নিজের
ভেতরে কোনো কিছুই
লুকিয়ে রাখতে পারেন না। তারা সব
সময় নিজের আবেগ এবং মন
থেকে চিন্তা করেন বলে নিজের
ভেতরে যেমন বাইরেও ঠিক তেমনই
প্রকাশ করে ফেলেন। এইধরনের মানুষ
সঙ্গী হিসেবে অনেক ভালো। কারণ
তিনি একেবারেই স্বচ্ছ।
৩) আবেগী মানুষ অনেক
বেশি বিশ্বস্ত♣
ইমোশনাল মানুষজনের ভেতরের
বিবেকটা অনেক বেশি জাগ্রত
থাকে।
তারা যদি কাউকে কোনো ব্যাপারে কথা দিয়ে থাকেন
তাহলে তা ভঙ্গ করেন না একেবারেই।
কারণ তাদের আবেগ এই
কাজে বাঁধা প্রদান করেন। আর তাই
সঙ্গী হিসেবে তারা অনেক
বেশি বিশ্বস্ত থাকেন।
৪) আবেগী মানুষজন অনেক
বেশি কেয়ারিং হন♣
যারা অনেক বেশি ইমোশনাল মানুষ
তারা সব সময়েই নিজের সঙ্গীর কাছ
থেকে কেয়ার,
ভালোবাসা আশা করেন
এবং নিজেরা যেমন আশা করেন ঠিক
তেমনটাই সঙ্গীকে দিয়ে থাকেন।
তারা ভালোবাসলে অনেক বেশিই
ভালোবাসতে পারেন এবং সঙ্গীর
সকল দিকে লক্ষ্য রাখতে পছন্দ করেন।
৫) নিজে আবেগী বলে তিনি আপনার
আবেগটাও বেশ ভালো বুঝতে পারেন♣
সম্পর্কের
ক্ষেত্রে যে বিষয়টিতে অনেক
সমস্যা হয়,
তা হচ্ছে একে অপরকে ভালো করে বুঝতে না পারা।
আবেগী মানুষজন এই দিক
থেকে সঙ্গী হিসেবে অনেক
বেশি যোগ্য। কারণ
তারা নিজেরা আবেগী বলে সঙ্গীর
এইধরনের বিষয়গুলো বুঝতে পারেন।
৬) আবেগী মানুষেরা অনেক
বেশি দয়ালু ও সহানুভূতিশীল হন♣
সাইকোলজিস্টগণ বলেন ইমোশনাল
মানুষের মন অনেক বেশি নরম হন।
যদি তার মধ্যে রাগের পরিমাণও
বেশি থাকে তারপরও তিনি মনের দিক
থেকে অনেক বেশি নরম থাকেন।
অনেক ক্ষমাশীল এবং দয়ালু হন
বলে সঙ্গী হিসেবেও অনেক ভালো হন
আবেগী মানুষ।

No comments: