Tuesday, 17 March 2015

তোকে রাগাবো বলে মোবাইল
ফোনে নিজে রিংটোন বাজিয়ে নিজেই নিজের
সাথে কত কথা বলেছি। কাউকে ভাল
না বেসেও, মিথ্যা ভালবাসার অভিনয়
করেছি।
শুধু আর একটি বার তোকে ফিরে পাবার জন্যই
এই সব করেছিলাম আমি।
...
কিন্তু তুই আর ফিরে আসিসনি।
যেদিন তুই আমার সামনে দারিয়ে ওপাশ
থেকে আসা সত্যি ফোন কলের উত্তর দিলি,
সেদিন আমি সত্যি নিজেকে সামাল
দিতে পারিনি।
পাগোলের মত ছুটেছি তোর পিছু পিছু।
সেদিন একটুও করূনা করিস নি তুই
আমাকে একটুও না ! ♥♥♥

No comments: