Saturday, 11 April 2015

Romantic Sms Valobasa



জানি এখন আর আমাকে ভালবাসিসনা...
জানি এখন আর রাত জাগিস না...
জানি এখন আর আমার কিছু হলে তুই আর এখন কাদিস
না....
জানি এখন আর কেউ তোর সাথে ঝগড়া করে না...
জানি এখন আর তুই বৃষ্টিতে ভিজিস না....
জানি এখন আর রাত জেগে জোছনাদেখিস না....
জানি এখন আর আমাকে ভালবাসিসনা...
'''মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক
তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে''
তোকে রাগাবো বলে মোবাইল
ফোনে নিজে রিংটোন বাজিয়ে নিজেই নিজের
সাথে কত কথা বলেছি কাউকে ভাল
না বেসেও, মিথ্যা ভালবাসার অভিনয়
করেছি
শুধু আর একটি বার তোকে ফিরে পাবার জন্যই
এই সব করেছিলাম আমি
...
কিন্তু তুই আর ফিরে আসিসনি
যেদিন তুই আমার সামনে দারিয়ে ওপাশ
থেকে আসা সত্যি ফোন কলের উত্তর দিলি,
সেদিন আমি সত্যি নিজেকে সামাল
দিতে পারিনি
পাগোলের মত ছুটেছি তোর পিছু পিছু
সেদিন একটুও করূনা করিস নি তুই
আমাকে একটুও না ! ♥♥♥
একটি ছেলে তার প্রেমিকার চোখে জল
দেখতে পেল সুতরাং মেয়েটির
কান্না না থামা পর্যন্ত
ছেলেটি মেয়েটিকে বুকে জড়িয়ে রাখল
ছেলেটি জিজ্ঞেস করলঃ তুমি কাঁদছ কেন?
মেয়েটি উত্তর দিলঃ
"যদি আমার প্রত্যেক ফোটা চোখের জলের
কারনে তুমি আমাকে একবার তোমার
বুকে জড়িয়ে ধরো তাহলে আমি চিরকাল
কাঁদতে চাই"
=>বন্ধু মানে নীল সাগরের ঢেউ,
=>বন্ধু মানে মনের মাঝে খুজে পাওয়া কেউ
=>বন্ধু মানে দুটি মনের একটি চাওয়া,
=>বন্ধু মানে অনেক দূরে থেকেউ আপন হওয়া
=>বন্ধু মানে সুখ দুঃখ শেয়ার করা....
একটা মেয়ের ভালোবাসায় যুক্ত থাকে অনেক স্বপ্ন,
সংসার, সন্তান, সুন্দর ভবিষ্যৎ! আর একটা ছেলের
ভালোবাসায় থাকে শুধু একটাই স্বপ্ন, যেই স্বপ্নের
রাজত্ব করে তার ভালোবাসার মানুষটি.
আমার চারপাশে অনেক মানুষ কিন্তু
তুমি নেই , তাই আমি অনেক একা,
হয়তো মৃত্যুর আগ পর্যন্ত একাই
থাকবো তোমার
অপেক্ষায় ,প্রতিক্ষণে তোমার
কথা মনে পড়ে কিন্তু কখনও
কি ভুলেও মনে পরে আমার কথা?
কোন প্রকার
আশা বা প্রত্যাশা থেকে নয়
জীবনের এই
মোড়ে এসে,
নতুন বছরের
শুরুতে আজ
কিছু
বলতে চাই তোমাকে
যেমন নাক উঁচু স্বভাব
আমার
প্রেম করার জন্য
সুবিধের কোন মেয়েই
পেলাম না জীবনে
করতাম যদি পেতাম
ক্যাটরিনা কাইফ
কে .........
রানি মুখার্জি কে .........
ঐশ্বরিয়া রাইয়
কে ............
কিন্তু সব থেকে বেস্ট
হত যদি পেতাম .........
............... ............... ...............
............... ......
♥♥ তোমাকে ♥♥
চলো না ,
হাত হাত রেখে ,
ভেজা ঘাসে ,
খালি পায়ে ,
ঠাণ্ডা কুয়াশা মাড়িয়ে ,
দূর অজানায় ছুটে চলি
চলো না ,
আজ অনন্তকালের জন্য
একে অপরের হয়ে যাই ,
মিশিয়ে নাও আমাকে
তোমার হৃদয়ের প্রতিটি স্পন্ধন এর সাথে
থাকবো দুজনে সারাজীবন . . . .

No comments: