Wednesday, 1 April 2015

আমার হৃদয় আমার কাছে

একদা একটি মেয়ে একটি ছেলেকে প্রপোজ করে।ছেলেটি তাকে মেনে নেয়।মেয়েটি সবসময় একটি কথাই বলতো-'আমার হৃদয় আমার কাছে নেয়,আমার হৃদয় তোমার কাছে আছে,আমি হৃদয় ছাড়া বেঁচে আছি।'
বেশ কিছু মাস পর মেয়টি ছেলেটিকে বলল-'আমি তোমাকে বিবাহ করতে পারবো না কারণ আমি আমার পরিবারের বিপক্ষে যেতে পারবো না।কিন্তু আমরা ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি।'
বেশ কিছু মাস পরে মেয়েটি একটি ছেলেকে বিবাহ করে।বিবাহের দুইদিন পর মেয়েটি দেখে তাঁর বিবাহের উপহার গুলি,একটি ছোটো উপহার খুলে দেখে,যাতে ছিল-রক্তে পূর্ণ একটি কাঁচের বাক্সে একটি হৃদয়।
আর বাক্সের গায়ে একটি কাগজে লেখা ছিল-"বোকা মেয়ে,তোমার হৃদয় তো আমার কাছে তবে কি করে তোমার স্বামীকে হৃদয় দেবে???"
https://www.facebook.com/mudassarhusain01

No comments: