Saturday, 4 April 2015

সুরেশ রায়না সাত পাকে বাঁধা পড়তে চলেছেন

আজ সাত পাকে
বাঁধা পড়তে চলেছেন
ভারতীয় ক্রিকেট দলের
অন্যতম সদস্য সুরেশ রায়না।
দিল্লিতে রায়না তাঁর
মায়ের পছন্দের মেয়ে
প্রিয়ঙ্কা চৌধুরীকে বিয়ে
করতে চলেছেন আজ। আর সেই
বিয়েতেই হাজির থাকছেন
সপরিবারে ধোনি এবং
এইমুহূর্তে ভারতের সবচেয়ে
চর্চিত জুটি বিরাট-
অনুষ্কা। এছাড়াও থাকবেন
ভারতীয় দলের অন্য সদস্যরাও।
তবে এখনই মধুচন্দ্রিমায়
যাচ্ছেন না রায়না, কারণ
সামনেই আইপিএল। সূত্রের খবর
সুরেশ রায়নার বিয়েতে
হাজির থাকবেন
উত্তরপ্রদেশের বেশ কিছু
প্রভাবশালী রাজনৈতিক
নেতাও। চেন্নাই সুপার
কিংসকেও আমন্ত্রণপত্র
পাঠানো হয়েছে রায়নার
তরফে। 



 

https://www.facebook.com/photo.php?fbid=457762717721215&set=gm.869537363103145&type=1

No comments: