Monday 1 May 2017

অভিমানী

অভিমানী
অন্ধকার জীবনের যে পূর্ণিমার চাঁদ ছিল
আজ যে তাতে লেগেছে চির গ্রহণ। 

সুখের যে নীল আঁকাশ
তাযে ঢেকে গেছে কালো মেঘে।

ভালোবাসার যে,লাল গোলাপ
আজ যে তা ঝড়ে গেছে এক বুক কষ্ট রেখে।

 মনের বাগানে তাই ফুটছে অসংখ্য কালো গোলাপ
 প্রতিনিয়তই ছড়াচ্ছে বিরহের সুবাস।

 সুখ যে আমায় ডাকে
 দূর আঁকাশ থেকে হাতছানি দিয়ে।

 মাটি বলে যেতে তার কাছে নিয়ে যাবে
 আমাকে সুখ তারার কাছে।

 সুখের ছোঁয়া পাবযে আমি তাই
  শেষ নিঃশ্বাসে।

 বিদেহী আত্মা কাঁদবে যে আমার তোমারি জন্য
 জানি সেদিনও থাকবেনা পাশে।

 

No comments: