Monday 1 May 2017

অভিমানী

অভিমানী
অন্ধকার জীবনের যে পূর্ণিমার চাঁদ ছিল
আজ যে তাতে লেগেছে চির গ্রহণ। 

সুখের যে নীল আঁকাশ
তাযে ঢেকে গেছে কালো মেঘে।

ভালোবাসার যে,লাল গোলাপ
আজ যে তা ঝড়ে গেছে এক বুক কষ্ট রেখে।

 মনের বাগানে তাই ফুটছে অসংখ্য কালো গোলাপ
 প্রতিনিয়তই ছড়াচ্ছে বিরহের সুবাস।

 সুখ যে আমায় ডাকে
 দূর আঁকাশ থেকে হাতছানি দিয়ে।

 মাটি বলে যেতে তার কাছে নিয়ে যাবে
 আমাকে সুখ তারার কাছে।

 সুখের ছোঁয়া পাবযে আমি তাই
  শেষ নিঃশ্বাসে।

 বিদেহী আত্মা কাঁদবে যে আমার তোমারি জন্য
 জানি সেদিনও থাকবেনা পাশে।

 

Say you are

তুমি আছো বলে-
চাঁদ ওঠে তোমার দেখা পেতে।
ফুল ফোটে, খোপায় বাঁধবে বলে।  
তুমি আছো বলে-
ঝরনা ঝড়ে, তুমি নাইবে বলে। 
পাখিরা গান গায়,
তুমি শুনবে বলে।



তুমি আছো বলে-
ঝিনুকে মুক্ত হয়,  
গলায় পড়বে বলে।


তুমি আছো বলে-
পৃথিবীকে এত সুন্দর লাগে হাজারো বছর বেঁচে থাকার স্বপ্ন জাগে।

Many fall in love with mistakes: Still love is not the same

ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায় : তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

 চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

হয়ত আমার কথা সুন্দর
হয়ত আমার গান মিষ্টি
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদু ভরা দু চোখের দৃষ্টি
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

ওগো যে মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেসে

ফুলতো ফুটবেই বাগানে
ছুঁটে ছুঁটে আসবেই অলি
যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে
যাবেতো পতঙ্গ জলি
যদিও ঐ কথা মিথ্যে নয়
ভালোলাগা শেষে ভালোবাসা হয়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয় 


Bangla Love Advice


ভালোবাসা আর ভাললাগা এক নয়।
 ________________________
এতটা পরিবর্তন কখনো আশা করিনি।
নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো,
কতটা বদলে গেছ তুমি..?
 ___________________________
ভালোবাসার রং নেই নেই কোন গন্ধ,
তবুও কেন ভালোবেসে মানুষ হয় অন্ধ।
ভালোবাসার সীমা নেই নেই কোন আশা,
তবুও কেন করে মানুষ ভালোবাসার আশা?
_______________________________

অনেকদিন পর আসলাম কেমন আছেন সবাই
ছবি আঁকব বলে.....
ছবি আঁকব বলে … কত জোসনা রাত নির্ঘুম কেটে গেলো ।
জানালায় লেগে থাকা একটি ঘোরলাগা চাঁদের ছবি আঁকা হলো না ।
কত বিকেল কেটেছে পুকুর পাড়ে বসে-
নৃত্যরত জলপরীর ছবি আঁকব বলে।
অসংখ্য মুহূর্ত কেটেছে বাগানের আড়ালে,
একটি জীবন্ত গোলাপের ছবি আঁকব বলে ।
বহু সাধনা আর ধৈর্যের ফল….
জানলায় পূর্নিমার চাঁদ।
পুকুরে জলপরীর নাচ।
আর বাগানে জীবন্ত গোলাপের পাপড়ি।
অথচ কি অদ্ভুত আমার ক্যানভাসে তুলির একটি আচড়ও পড়েনি!
ছবি আঁকা হয়েছে হৃদয়ের ক্যানভাসে!


অন্ধকারের রাজপুত্র

প্রেম-ট্রেম


কয়েকদিন ধরে মাথার ভিতরে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে রবির। এই জীবনে কি করলাম, কেন করলাম আর এত কিছু করে কোথায়ই বা যাব- এত সব আধ্যাত্নিক চিন্তা। ওর প্রিয় বন্ধু সোহেলকে বলতেই ও বলে- তুই এত চিন্তা করার টাইম পাস কেম্নে? আমি তো প্রাইভেট, ডার্লিং, কোচিং করে ওগুলা নিয়া ভাবতেই পারি না। মামা, তুই একটা বরং প্রেম-ট্রেম কর।
রবির বেশির ভাগ বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কেউ ইয়াবাখোর কেউ গাজায় দুটা টান দিয়ে কারে করে রাতে ঘোরাঘুরি করা মডার্ন হিমু, নয়তো কেউ পরকীয়া আসক্ত নারীর ইয়ো-ইয়ো টাইপ জীবনের বা অবিচ্ছেদ্য বিনোদনের পার্টনার।

তোমার জিহ্বাকে সংযত করো

👉কথার ছুরি অন্তরকে রক্তাক্ত করার জন্য যথেষ্ট।
তাই তোমার জিহ্বাকে সংযত করো।
👉তোমার যে কথা অন্যকে কষ্ট দিতে পারে একবার ভাবোতো সেকথা তুমি শুনলে তোমার কেমন লাগতো??