Friday 16 October 2015

বি্সিএস প্রিলিমিনারিতে কিছু Latin word

রতিবছর বি্সিএস
প্রিলিমিনারিতে কিছু Latin word
আসে। তাই গুরুত্বদিন । আমি কিছু
দিলাম।
-------------------------------
Ad hoc --অনানুষ্ঠানিক
Ad Infinitum ---অনন্তকাল
De Jure ---- আইনগতভাবে
De Facto---- প্রকৃত পক্ষে
Bona fide --- সরল বিশ্বাসে
Conseceil -d -etat---প্রশাসনিক আদালত
An Inition ---প্রথমাবিধ
Nota bene --- ভালো করে লক্ষ্য করা
Status Quo--- বর্তমান সামাজিক
অবস্থা
Tate-e-tate--- দুই ব্যক্তি মাঝে পোপন
আললাচন
Cul-de- sac-- কানাগলি
Prime facie -- প্রথম দর্শনে
Audi alteram Partem-উভয় পক্ষে ব্যক্তব্য
শ্রবণ
Sing aria non -- নিজস্ব বক্তব্য উস্থাপন ও
ব্যাখ্যা প্রদান
Void ab Initio-- নোটিশ ছাড়া
সিদ্ধান্ত
Jus waturale- প্রাকৃতিক ন্যায় বিচার
Vice Verca -- বিপরীত মুখী
Razzmatazz -- বিশৃঙ্খলা
Sine Qua non -অপরিহার্য শর্ত
Boot leg-- চোরাই পণ্য
Trio-- ত্রয়ী
Habeas corpus --বিনা বিচারে আটক
না থাকার অধিকার
Amicus Curie -- আদালতের বন্ধু
Psalm - প্রার্থনা সংগীত

bangla facebook status

এতটা পরিবর্তন কখনো আশা করিনি।
নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো,
কতটা বদলে গেছ তুমি..?

 ------------------------------------
এতটা পরিবর্তন কখনো আশা করিনি।
নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো,
কতটা বদলে গেছ তুমি..?
------------------------------------
অনেকদিন পর আসলাম কেমন আছেন সবাই
ছবি আঁকব বলে.....
ছবি আঁকব বলে … কত জোসনা রাত নির্ঘুম কেটে গেলো ।
জানালায় লেগে থাকা একটি ঘোরলাগা চাঁদের ছবি আঁকা হলো না ।
কত বিকেল কেটেছে পুকুর পাড়ে বসে-
নৃত্যরত জলপরীর ছবি আঁকব বলে।
অসংখ্য মুহূর্ত কেটেছে বাগানের আড়ালে,
একটি জীবন্ত গোলাপের ছবি আঁকব বলে ।
বহু সাধনা আর ধৈর্যের ফল….
জানলায় পূর্নিমার চাঁদ।
পুকুরে জলপরীর নাচ।
আর বাগানে জীবন্ত গোলাপের পাপড়ি।
অথচ কি অদ্ভুত আমার ক্যানভাসে তুলির একটি আচড়ও পড়েনি!
ছবি আঁকা হয়েছে হৃদয়ের ক্যানভাসে!

অন্ধকারের রাজপুত্র
---------------------------------------
ব্রাজিল ফ্যান। ৭-১ কেন,
যদি ৭০-১ গোলেও হারে,
তার পরেও ব্রাজিল ব্রাজিলই থাকবে।
একটা ম্যাচের ফল দিয়ে একটা ফুটবল
ঐতিহ্যের ১০০ বছরের
ইতিহাসকে আপনি বিচার করতে পারেন না।
৫টা বিশ্বকাপ কি এক ঘন্টার পারফরম্যান্স
দিয়ে ভুলে যাবেন?
পেলে গ্যারিঞ্চা ভাভা ডিডি গারভিনহো রোনালদো রোনালদিনহো কাকা সক্রেটিস জিকো রবারতো কারলোস আর ফ্যালকাওদের
দুর্দান্ত সব স্মৃতি মাত্র একটি বাজে ম্যাচের
জন্যই ধুয়ে মুছে যাবে?
এত হাসি এত সাফল্য
এত আনন্দ মাত্র ১২ মিনিটের
একটি টর্নেডোতে শেষ হয়ে যাবে?
কক্ষনো না!
একটি বাজে দিন কিচ্ছু না,
বরং শত বছরের গৌরবময় ইতিহাস অনেক কিছু।
ভয় কি?
কাল ঠিকই ব্রাজিল দাঁড়িয়ে যাবে

------------------------------------------- 
আপনাকে যে অনেক
ভালোবাসে দেখবেন
সে আপনার সাথে শুধু
শুধু খোচা-
খোচি করে ঝগড়া করবে
কিন্তু যখন পৃথিবীর
কোন কারনে আপনার
মন অনেক খারাপ
থাকবে সে সম্পূর্ন
পৃথিবীর সাথে লড়াই
করবে আপনার মন
ভালো না হওয়া পর্যন্ত।
 

---------------------------------

পোষ্টি শেয়ার করার অনুরুদ রইল...।।
"ঢাকায়" ক্যান্সার রোগীর জন্য (A+) রক্তের প্রয়োজন।
রক্ত দিতে না পারলেও শেয়ার করুন যাতে অন্য কেউ
এগিয়ে আসে।
====================­
==================== =
ক্যান্সার রোগীর জন্য আগামীকাল (3.11.13) সকাল ৮
টার মধ্যে ১ ব্যাগ এ পজেটিভ (A+) রক্তের প্রয়োজন।
[ward#212]
--------------------------------------
একা একা থাকি আমি
দিশে হারা মন,,
এই মন কাকে যেন
খুঁজে সারাক্ষণ...
আঁকা বাঁকা পথে আমি
একা একা চলি,,
মনের মাঝে অনেক কথা
কাকে যে বলি....??

------------------------------------
মোর প্রিয়া হবে এসো রাণী
দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল।।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রঙ এলো চুল।।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রঙ ছানি
আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল।।

___ কাজী নজরুল ইসলাম
---------------------------------------
নিরাশার আধারে ডুবে থাকে মন,
জানিনা এই শুন্যতা কিশের কারন?
কেন এত বিসন্যতা আমায় ঘিরে রাখে,
কিভাবে ভুলে থাকি বল তরে.......??