Tuesday 19 May 2015

funny joke



জলিল: আচ্ছা আবুল তোর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেলে তুই কি করিস!
আবুল: কেন ওদের বাসায় বেল দিয়ে পালিয়ে যাই?
আর তুই কি করিস?
জলিল: আমি ওদের বাসার T&T তে সারা রাত কল দেই।
কেউ ধরলেই লাইন কেটে দেই।


 ................................................................


 
এমনি প্রতিদিন অফিসে ঘুমিয়ে বকা খান আমাদের ঘুম কাতর জিসান ভাই l আজ আবার লাঞ্চ আওয়ারের পরে অফিসে আসতে দেরি হওয়ায় বড় সাহেব ডেকে পাঠালেন তাকে -
বস: এখন 'টা বাজে জিসান সাহেব?
জিসান: (কাচুমাচু হয়ে) স্যার,লাঞ্চ করে বিছানায় একটু
গা টানা দিতে গিয়ে হঠাত ঘুমিয়ে গিয়েছিলাম।

 
বস: কেমন কথা! আপনি বাসায়ও ঘুমান!


 ................................................................

 
আমাদের হাফিজ ভাইয়া তার ছেলে ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে গেলো।
এক খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে ছোটো ছেলেটি প্রশ্ন করলো : বাবা, ঐটা কী প্রাণী?
হাফিজ ভাইয়াঃ ঐটা একটা গাধী।
ছেলে : বাবা, গাধী কী?
হাফিজ ভাইয়াঃ গাধী হলো গাধার স্ত্রীলিঙ্গ। সহজ করে বললে গাধার বউ গাধী।
ছেলে: বাবা, গাধারা কি বিয়ে করে?
হাফিজ ভাইয়াঃ (বড় দীর্ঘশ্বাস ছেড়ে) : হ্যাঁ খোকা, একমাত্র গাধারাই বিয়ে করে !



  ................................................................

 
ফুটপাতে ছোটখাটো একটা ভিড়ের মাঝ থেকে আওয়াজ ভেসে আসছে-
"
দশ টাকায় সারা জীবন বসে খান "
চরম কৌতুহল নিয়ে পাগলি  ভিড়ের মাঝে উঁকি দিল - তারপর দেখে
.
.
.
.
.
.
এক বৃদ্ধ কাঠের পিঁড়ি বিক্রি করছে।
প্রতিটার দাম দশ টাকা!!!


  ................................................................

মধ্যে আলাপ চলছে মাসুম তার প্রেমিকার সাথে
মেয়ে: বিয়ের পরে আমার ফ্যামিলির কাছ থেকে কি নেবে?
-
একটা জিনিস নিবো?
মেয়ে: মটরসাইকেল, যাতে আমরা একসাথে ঘুড়তে পারি!
-
না
মেয়ে: ফ্রিজ!
-
না, সেটাও না
মেয়ে: কালার টিভি!
-
না
মেয়ে: তা হলে টাকা নিবা! যা ইচছা তাই কিনবা
-
না তাও তো না!
মেয়ে: হানিমুনে যাবার ব্যবস্থা !!!
-
না তাও না ...


মেয়ে: তাহলে কি? তুমি এবার বল, কি চাও? আমি ফেল করলাম!
-
আমি তোমার ফ্যামিলির কাছে চাইব তা হল, একটাই জিনিস। বিয়ের পর তুমি আর ভারতীয় কোন সিরিয়াল দেখতে পারবে না!!
মেয়ে: এই কথা শুনার পরে ...... টুট টুট টুট
মাসুম: হ্যালো! হ্যালো! হ্যালো....হ্যালো!!!!


  ................................................................




download 

No comments: