Tuesday 30 June 2015

Important information about 2015 primary TET WB

।। প্রাইমারী টেট ২০১৫ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।।
=====================================
পরীক্ষার তারিখ : ৩০-০৮-১৫
পরীক্ষার সময় : দুপুর ২ টা থেকে ৩.৩০ পর্যন্ত
নতুন আবেদনকারীদের জন্য
==================
ফর্ম দেওয়ার শেষ তারিখ: (২৯-০৬-১৫ থেকে)
ফর্ম তুলতে লাগবে : উচ্চ মাধ্যমিক বা স্নাতকস্তরের মার্কশিট এবং সার্টিফিকেট ( Valid Original)
ফর্মের ফি : ১০০ টাকা (General,OBC A,OBC B)
২৫ টাকা ( SC,ST,PH ; Valid Original SC/ST/PH সার্টিফিকেট দেখাতে হবে )
০৪-০৭-১৫ !! ও জমা নেওয়া হবে ০৬-০৭-১৫ পর্যন্ত ।।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিকে ৫০% বা যে কোনো শাখায় স্নাতক ( ২৫-০৫-২০১৫ এর মধ্যে Complete হতে হবে) ।
===========
ভালো করে পড়ুন
===========
* ২০১২ এর আবেদনকারী যারা ২৬-০২-২০১৪ এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিজেদের প্রার্থিতা ( candidature) Online এ নিশ্চিত ( Confirm) করে Acknowledgment Recipt ডাউনলোড করেছেন এবং ২০১২ এর টেটের Original Admit Card আছে তারা পুনরায় আবেদন করবেন না ।
* ০৬-০৩-২০১৪ এর বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল আবেদনকারী ২০১৪ তে টাকা জমা করেছিলেন এবং ১২-০৬-২০১৫ এর বিজ্ঞপ্তি অনুযায়ী Admit Card ডাউনলোড করেছেন তারা পুনরায় আবেদন করবেন না ।
* ২০১২ এর আবেদনকারী ( যাদের Admit Card এবং Acknowledgment Recipt আছে ) তারা OMR শিটে Category এবং D.EL.ED Training Qualification আপডেট করতে পারবেন ।
* একজন আবেদনকারী, টেট যে কোনো জেলা থেকে দেওয়ার পর যদি উত্তীর্ণ হয়ে টেট সার্টিফিকেট পান, তিনি পরে রাজ্যের যে কোনো জেলার জন্য আবেদন করতে পারবেন ।
* ২০১২ ও ২০১৪ এর আবেদনকারীদের বয়সের ঊর্দ্ধসীমা ধরা হবে যথাক্রমে ০১-০১-২০১২ ও ০১-০১-২০১৪ তারিখের নিরিখে ।
* ২০১২ এর আবেদনকারী , যাদের Original Admit Card এবং Acknowledgment Recipt হারিয়ে ফেলেছেন কিন্তু Xerox Copy আছে ,তাদের নতুন করে আবেদন না করার অণুরোধ করা হয়েছে । এই সম্বন্ধে কি করনীয় তা পরে জানিয়ে দেওয়া হবে ।
* Receiving Authority দ্বারা Signature এবং Seal লাগানো Admit Card অংশটিকে যথাযথভাবে রাখতে হবে ।
* অসম্পূর্ণ এবং নকল আবেদনপ্ত্র বাতিল বলে গণ্য হবে ।
বি.দ্র : ২০১২ এর আবেদনকারী (যাদের ২০১২ এর Admit Card থাকার কথা) যারা ২০১৪ তে Acknowledgment Recipt ডাউনলোড করেছেন কিন্তু এই মুহূর্তে কোন একটি বা দুটিই নেই ( xerox Copy ও নেই )
তারা নতুন ভাবে পারবে কি ?
নতুন ভাবে আবেদন করলে তাদের প্রার্থিতা অবৈধ হবে কি ?
বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে কিছুই বলা নেই । আমরা বিভিন্ন DPSC থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছি , আপনারা ও চেষ্টা করুন । এই সম্পর্কে কিছু তথ্য পেলে Group e Share করবেন আশা রাখছি।
।। ধন্যবাদ ।।

No comments: