Sunday 5 April 2015

আমার সোনার বাংলা

রবীন্দ্র সংগীত » আমার সোনার বাংলা
_________________________________________________________________________________

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।

1 comment:

Joy Babu Jewel said...

আপনার চমৎকার জোকস পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। ।অনেক দিন পর মন খুলে হাসলাম । অসাধারণ জোকস । আপনাকে অনেক ধন্যবাদ এই রকম একটা মজার জোকস দেয়ার জন্য। আশা করি এইরকম জোকস আর পাব। সময় থাকলে আমার এই
বাংলা মজার জোকস, বাংলা কৌতুক, হাসির কৌতুক, bangla jokes, bangali jokes, mojar jokes, bangla funny koutuk, hasir koutuk, bangla koutuk, bangla hasir koutuk doctor jokes
সাইটে ঘুরে আস্তে পারেন।