Wednesday 8 April 2015

Albert Einstein and his driver


স্যার আইনস্টেইনের একটি সত্য ঘটনা অবলম্বনেঃ

আইনস্টাইন এর প্রতিটি সেমিনারেই পিছনে বসে লেকচার শুনতে শুনতে তার ড্রাইভার একবার তাকে বলেই বসলো, "আপনি তো সব জায়গায় একি লেকচার বারবার দেন, তারপর লোকজন আপনার লেকচার যে কেন শুনে? আমি আপনার লেকচার এতোবার শুনেছি যে এখন চাইলে আমিই আপনার
লেকচার দিতে পারি"


এর পরবর্তী সেমিনারে আইনস্টাইন তার ড্রাইভারের
সাথে পোশাক পরিবর্তন করে সেমিনার এর পিছনে..বসে রইলেন....

আর তার ড্রাইভার লেকচার দিতে শুরু করলো অত্যন্ত নিখুত সাবলীলভাবে লেকচার শেষ করার
পর প্রশ্ন উত্তর পর্বে এক দর্শক এমন এক প্রশ্ন করে বসলো যার উত্তর ড্রাইভারের জানা নাই

ড্রাইভারের তাৎক্ষনিক প্রতিক্রিয়া,
"
আপনি খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা এতোই সহজ যে আমি নিশ্চিত সেমিনারের পিছনে বসে থাকা আমার ড্রাইভারও এই প্রশ্নের উত্তর দিতে পারবে"

this photo owner is www.dailymail.co.uk

1 comment:

Joy Babu Jewel said...

আপনার চমৎকার জোকস পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। ।অনেক দিন পর মন খুলে হাসলাম । অসাধারণ জোকস । আপনাকে অনেক ধন্যবাদ এই রকম একটা মজার জোকস দেয়ার জন্য। আশা করি এইরকম জোকস আর পাব। সময় থাকলে আমার এই
বাংলা মজার জোকস, বাংলা কৌতুক, হাসির কৌতুক, bangla jokes, bangali jokes, mojar jokes, bangla funny koutuk, hasir koutuk, bangla koutuk, bangla hasir koutuk doctor jokes
সাইটে ঘুরে আস্তে পারেন।