Monday 1 May 2017

অভিমানী

অভিমানী
অন্ধকার জীবনের যে পূর্ণিমার চাঁদ ছিল
আজ যে তাতে লেগেছে চির গ্রহণ। 

সুখের যে নীল আঁকাশ
তাযে ঢেকে গেছে কালো মেঘে।

ভালোবাসার যে,লাল গোলাপ
আজ যে তা ঝড়ে গেছে এক বুক কষ্ট রেখে।

 মনের বাগানে তাই ফুটছে অসংখ্য কালো গোলাপ
 প্রতিনিয়তই ছড়াচ্ছে বিরহের সুবাস।

 সুখ যে আমায় ডাকে
 দূর আঁকাশ থেকে হাতছানি দিয়ে।

 মাটি বলে যেতে তার কাছে নিয়ে যাবে
 আমাকে সুখ তারার কাছে।

 সুখের ছোঁয়া পাবযে আমি তাই
  শেষ নিঃশ্বাসে।

 বিদেহী আত্মা কাঁদবে যে আমার তোমারি জন্য
 জানি সেদিনও থাকবেনা পাশে।

 

Say you are

তুমি আছো বলে-
চাঁদ ওঠে তোমার দেখা পেতে।
ফুল ফোটে, খোপায় বাঁধবে বলে।  
তুমি আছো বলে-
ঝরনা ঝড়ে, তুমি নাইবে বলে। 
পাখিরা গান গায়,
তুমি শুনবে বলে।



তুমি আছো বলে-
ঝিনুকে মুক্ত হয়,  
গলায় পড়বে বলে।


তুমি আছো বলে-
পৃথিবীকে এত সুন্দর লাগে হাজারো বছর বেঁচে থাকার স্বপ্ন জাগে।

Many fall in love with mistakes: Still love is not the same

ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায় : তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

 চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

হয়ত আমার কথা সুন্দর
হয়ত আমার গান মিষ্টি
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদু ভরা দু চোখের দৃষ্টি
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

ওগো যে মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেসে

ফুলতো ফুটবেই বাগানে
ছুঁটে ছুঁটে আসবেই অলি
যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে
যাবেতো পতঙ্গ জলি
যদিও ঐ কথা মিথ্যে নয়
ভালোলাগা শেষে ভালোবাসা হয়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয় 


Bangla Love Advice


ভালোবাসা আর ভাললাগা এক নয়।
 ________________________
এতটা পরিবর্তন কখনো আশা করিনি।
নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো,
কতটা বদলে গেছ তুমি..?
 ___________________________
ভালোবাসার রং নেই নেই কোন গন্ধ,
তবুও কেন ভালোবেসে মানুষ হয় অন্ধ।
ভালোবাসার সীমা নেই নেই কোন আশা,
তবুও কেন করে মানুষ ভালোবাসার আশা?
_______________________________

অনেকদিন পর আসলাম কেমন আছেন সবাই
ছবি আঁকব বলে.....
ছবি আঁকব বলে … কত জোসনা রাত নির্ঘুম কেটে গেলো ।
জানালায় লেগে থাকা একটি ঘোরলাগা চাঁদের ছবি আঁকা হলো না ।
কত বিকেল কেটেছে পুকুর পাড়ে বসে-
নৃত্যরত জলপরীর ছবি আঁকব বলে।
অসংখ্য মুহূর্ত কেটেছে বাগানের আড়ালে,
একটি জীবন্ত গোলাপের ছবি আঁকব বলে ।
বহু সাধনা আর ধৈর্যের ফল….
জানলায় পূর্নিমার চাঁদ।
পুকুরে জলপরীর নাচ।
আর বাগানে জীবন্ত গোলাপের পাপড়ি।
অথচ কি অদ্ভুত আমার ক্যানভাসে তুলির একটি আচড়ও পড়েনি!
ছবি আঁকা হয়েছে হৃদয়ের ক্যানভাসে!


অন্ধকারের রাজপুত্র

প্রেম-ট্রেম


কয়েকদিন ধরে মাথার ভিতরে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে রবির। এই জীবনে কি করলাম, কেন করলাম আর এত কিছু করে কোথায়ই বা যাব- এত সব আধ্যাত্নিক চিন্তা। ওর প্রিয় বন্ধু সোহেলকে বলতেই ও বলে- তুই এত চিন্তা করার টাইম পাস কেম্নে? আমি তো প্রাইভেট, ডার্লিং, কোচিং করে ওগুলা নিয়া ভাবতেই পারি না। মামা, তুই একটা বরং প্রেম-ট্রেম কর।
রবির বেশির ভাগ বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কেউ ইয়াবাখোর কেউ গাজায় দুটা টান দিয়ে কারে করে রাতে ঘোরাঘুরি করা মডার্ন হিমু, নয়তো কেউ পরকীয়া আসক্ত নারীর ইয়ো-ইয়ো টাইপ জীবনের বা অবিচ্ছেদ্য বিনোদনের পার্টনার।

তোমার জিহ্বাকে সংযত করো

👉কথার ছুরি অন্তরকে রক্তাক্ত করার জন্য যথেষ্ট।
তাই তোমার জিহ্বাকে সংযত করো।
👉তোমার যে কথা অন্যকে কষ্ট দিতে পারে একবার ভাবোতো সেকথা তুমি শুনলে তোমার কেমন লাগতো??

Monday 24 April 2017

Bangla Jokes

[1]এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো
ডাক্তারঃ ভয়ের কিছু নেই। চট করে করে আপনার দাঁতটা তুলে নিব।
রোগীঃ না না ডাক্তার সাহেব, আমার ভয় করছে। প্লিজ ডাক্তার সাহেব, আমি জন্ত্রনায় মারাই যাব, বড্ড ভয় করছে।
ডাক্তারঃ ঠিক আছে, আপনি খানিকটা ক্যান্ডি খেয়ে নিন। দেখবেন সাহস বেড়ে গেছে।
রোগীঃ ক্যান্ডি খেয়ে নিলো।
ডাক্তারঃ কি এখন সাহস বেড়েছে তো?
রোগীঃ নিশ্চয়ই বেড়েছে, এখন দেখি কোন শালা আমার দাঁত তুলতে আসে? দাতে হাত লাগাবেন তো এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো !!!


[2]হাঁপানি
বাংলা ক্লাসে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন- বলতো "ভাতের অভাব" এটা কি হবে?
ছাত্রটি জবাব দিতে না পারায় শিক্ষক তাকে অনেক বেত্রাঘাত করলেন এবং বললেন "ভাতের অভাব - হাভাত"।
অতঃপর বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের শিক্ষক ঐ ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন পানির অভাবে কি হয়?
তখন ঐ ছাত্রটি ঝটপট করে জবাব দিল, স্যার হাঁপানি হয়।
[3]গরীবের আর পায়খানা !
রোগীঃ ডাক্তার সাহেব এই কয়দিন ধরে আমার খুব পায়খানা হচ্ছে। আমার অবস্থা খুবই খারাপ।
ডাক্তারঃ আচ্ছা, একটু ধৈর্য ধরুন আমি আপনাকে পরিক্ষা করে দেখছি। এখন বলুনতো আপনার পায়খানা কেমন?
রোগীঃ ডাক্তার সাহেব, কি যে বলবো গরীব মানুষের পায়খানা আর কেমন, দুটো বাঁশের লাঠি আর সামনে ছালা।
[4]আমাদের শেভিং রেজারটা ...
স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে ... ... ... "তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???"

তুমি বলতে পারো না যে, "আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান ... "

ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?

স্বামী তখন আমতা আমতা করে বলল- "ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা ... "

[5]হেব্বি মান-সম্মান
১ম বন্ধুঃ তোকে মানা করার পরও তুই পাশের বাড়ীর মুরগী চুরি করলি, এখন যে তোকে জুতো দিয়ে মারা হবে। তোর মান-সম্মান কি আর থাকবে???

২য় বন্ধুঃ ইস!!! আমার মান-সম্মান এত কম নাকি যে জুতো দিয়ে দু'চারটে মারলেই চলে যাবে???

[6]নাতনীর বাসর
নাতিনীর বিয়ে হল । নাতনী যাতে বাসর রাতে ভয় না পায় সেজন্য নানী পাশের ঘরে ঘুমাতে গেলেন।

যথারীতি বাসর রাতে নাতনী ও নাত জামাই ঘরে ঢুকল।
কিছুখন পর ... ... ...
মশারী খাটনোর জন্য নাতনী উঠে দাড়াতেই খাটের স্ট্যান্ডের সাথে প্রচন্ড জোরে মাথায় বাড়ি খেয়ে নাতনী বলে উটল ... ... ওও মাথা গেল রে ... ... ...

তখন পাশের রুম থেকে নানী বলে উঠল আল্লাহ আল্লাহ কর। মাথা যখন গেছে বাকিটাও যাবে।

[7]শিক্ষকের ওয়াদা


শিক্ষকঃ তোমরা ওয়াদা কর যে, কখনোও সিগারেট পান করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার পান করবো না।

শিক্ষকঃ মেয়েদের পিছে পিছে ঘুরবেনা।
ছাত্ররাঃ ওকে স্যার ঘুরবো না।

শিক্ষকঃ ওদের কখনোও ডিস্টার্ব করবে না।
ছাত্ররাঃ ওকে স্যার, ডিস্টার্ব করবো না।

শিক্ষকঃ দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররাঃ অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবইবা কি !!!

[8]আশরাফুলের সঙ্গে থাকতে চাই
এক দম্পতির বিবাহবিচ্ছেদ হল। তখন তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল, তুমি কার সঙ্গে থাকতে চাও?

মায়ের সঙ্গে?
মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!!

তাহলে বাবার সঙ্গে?
না, বাবাও ভীষণ পেটায়!

তাহলে তুমি কার সঙ্গে থাকতে চাও?
তখন মেয়েটি বলল, আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!!!

[9] টেনিস
মারিয়া শারাপোভা এক ভারতীয়ের প্রতি (অত্যন্ত বিস্ময়ের সাথে) :-"আপনারা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলেন?"
ভারতীয় (অত্যন্ত গর্বের সাথে) :-"হ্যাঁ।"
শারাপোভা  (অধিক বিস্ময়ের সাথে) :-"তাহলে আপনারা টেনিস রেকেট দিয়ে কি করেন?"
ভারতীয় (আরও গর্বের সাথে) :-"মশা মারি"

[10] বড়দা 
কিরে? তোকে এ রকম ভাবে ঠ্যাঁঙালো কে
- হেড স্যার। 
- এমা, কেনো রে??? 
- আরে, গার্লস স্কুলের মেয়েরা হেড মিস্ট্রেস কে বলে বড়দি। 
- তো কি হয়েছে
- আরে আমিও তাই আজকে হেড মাস্টার কে গিয়ে বললাম " বড়দা ভালো আছেন?" কি ক্যালান ক্যালালো মাইরি।


[11] মৌলিক পদার্থের সংজ্ঞা 

শিক্ষিকা : মৌলিক পদার্থ কাকে বলে? ছাত্র : ম্যাডাম পুরোটা পারব না, শুধু শেষেরটা মনে আছে। শিক্ষিকা : আচ্ছা তাই বল। ছাত্র : তাকে মৌলিক পদার্থ বলে।




bangla jokes in bengali language
bengali jokes in bangla font funny
bangla jokes in bangla font
latest bangla funny jokes
bangla jokes
bangla jokes 18+
bangla jokes collection
18+ bengali jokes
funny bengali jokes
indian bangla jokes
bengali jokes with picturea